জাতীয়

অবহেলায় বাড়ছে করোনা, আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

 অবহেলায় আধিপত্য বাড়ছে করোনার। সংক্রমণের রেকর্ড প্রতিনিয়তই ভাঙছে, শনাক্তের হার এরইমধ্যে পৌঁছে গেছে দ্বিতীয় সর্বোচ্চে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বিশেষজ্ঞরা বলছেন, অবহেলা না করে স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে কঠোর হতে হবে। না হলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কোভিড পরিস্থিতি।
ঊর্ধ্বগতির দশ দিনেই করোনা শনাক্তের হার সর্বোচ্চ তালিকায় পৌঁছে গেছে। এর আগে সবশেষ ৩৩ শতাংশ করোনা রোগী পাওয়া যায় ২৪ জুলাই। তবে সংক্রমণের গ্রাফটা এতটা ঊর্ধ্বগতির ছিলো না কখনোই।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, করোনায় মৃতদের ৩৫ শতাংশই ভ্যাকসিন পেয়েছিলেন। তাই মহামারি ঠেকাতে টিকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানায় জোর তাগিদ বিশেষজ্ঞদের।
বিশ্বের কোথাও কোথাও ওমিক্রনে ভয়াবহতা তুলনামূলক কম। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিসসহ অন্যান্য জটিল রোগে আক্রান্তদের ঝুঁকি কয়েক গুণ বেশি।
দেশের সব জায়গাতেই বাড়ছে সংক্রমণ। রংপুর, বরিশালসহ বেশ কিছু এলাকায় শনাক্তের হার প্রায় ৫০ শতাংশের কাছাকাছি।

 

এমন আরও সংবাদ

Back to top button