জাতীয়

কনডেম সেলে ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ফাঁসির আদেশপ্রাপ্ত আসামি ওসি প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক লিয়াকত আলীকে কক্সবাজার জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেল সুপার নেছার আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রায়ের পর সন্ধ্যায় সাজাপ্রাপ্ত আসামিদের নিয়ে কারাগারে পৌঁছায় পুলিশভ্যান। এরপর ফাঁসির আদেশপ্রাপ্ত প্রদীপ ও লিয়াকতকে আলাদা করা হয়। কারাগারের কনডেম সেলে তাদের রাখা হয়।

জেল সুপার নেছার আলম জানান, কক্সবাজার কারাগারে কোনও কনডেম সেল নেই। তাই একটি কক্ষকে কনডেম সেল ঘোষণা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাখা হয়। জেল কোড অনুযায়ী, তাদের সুবিধা দেয়া হয়।

তিনি জানান, সিনহা হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছয় আসামি কয়েদি হিসেবে গণ্য হবে। ফলে অন্য কয়েদিদের সঙ্গে সেলে রাখা হবে তাদের। আর আদালতের কাগজপত্র এলে খালাস পাওয়া ব্যক্তিদের মুক্তি দেয়া হবে।

এমন আরও সংবাদ

Back to top button