দেশজুড়ে

সাফারি পার্কে জেব্রা জন্ম-মৃত্যুর পরিসংখ্যানে ’গড়বড়’

এক্সক্লুসিভ নিউজ, গাজীপুর:  গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক মাসে ১১ জেব্রা মৃত্যুর ঘটনার পর পার্কে জেব্রার জন্ম-মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে তথ্য গড়বড় করার অভিযোগ উঠেছে সদ্য প্রত্যহারকৃত পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমানের বিরুদ্ধে।

সম্প্রতি মৃত্যুর পর পার্কে সর্বশেষ তার দেয়া তথ্যানুয়ায়ী জীবিত জেব্রার সংখ্যা ২০টি থাকার খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হয়। কিন্তু দুইদিন পরই পার্কে জীবিত জেব্রার সংখ্যা ১৮টি বলে জানান তিনি। আগের হিসেবে ভুল রয়েছে বলে দাবি করেছেন তিনি।

সোমবার দুপুরে তার পার্ক কার্যালয়ে দায়িত্বে থাকা অবস্থায় তার কাছে জেব্রার জন্ম-মৃত্যুর পরিসংখ্যান কিংবা রেজিস্ট্রার দেখতে চাইলে তিনি সাংকবাদিকদের রেজিস্ট্রার দেখাতে রাজি হননি। একবার তিনি বলেন, জন্মের তথ্য থাকলেও মৃত্যুর সঠিক তথ্য সংরক্ষণ করা হয়নি।

পরে তিনি মোবাইল ও তার ল্যাপটপের তথ্য ঘেটে সাংবাদিকদের জানালেন, এ পার্কের জন্য ২০১৩ ও ২০১৫ সালে দুইধাপে যথাক্রমে ৬ ও ১৯টি জেব্রা ক্রয় করা হয়েছে। তারপর নিজেদের মধ্যে প্রজনন করে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ২৭টি জেব্রা বাচ্চা প্রসব করে। এ হিসেব অনুযায়ী পার্কে জেব্রার সংখ্যা দাঁড়ায় ৩২টি।

কিন্তু ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পার্কে নানা কারণে ১১টি, ২০১৫ সালের পর ২০২১ সাল পর্যন্ত ১০টি এবং ২০২২সালের ২ জানুয়ারী থেকে ২৯ জানুয়ারী পর্যন্ত আরও ১১টিসহ মোট ৩২টি জেব্রা মারা যাওয়ার তথ্য দেন তবিবুর রহমান। কিন্তু পরক্ষণেই আবার তিনি বলেন, ওই হিসেব ভুল হয়েছে।

পরে তিনি কতক্ষণ সামনে থাকা ল্যাপটপে যোগ/বিয়োগ করে পার্কে ২৭টি জেব্রার স্থলে ২৫টি জন্ম নেয়ার কথা জানান। পরে মোট ৫০টি থেকে ৩২টি মারা গেলে পার্কে বর্তমানে ১৮টি জেব্রা জীবিত আছে বলে জানান তিনি।

তিনি একবার জানান, দুইটি জেব্রা মারা যাওয়ার সংখ্যা উল্লেখ না করা এ ভুল হয়েছে বলেন তিনি। বাস্তবে দেখা গেছে তিনি জন্ম নেয়া ২৭টির জেব্রার স্থলে ২টি সংখ্যা কম দেখিয়ে বর্তমান জেব্রার সংখ্যা ১৮টি মিলিয়েছেন।

একটি জাতীয় পত্রিকার সাংবাদিক জানান, ২ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত মোট ১১টি জেব্রা মৃত্যুর পর পার্ক কর্তৃপক্ষ পার্কে আরও ২০টি জেব্রা জীবিত থাকার খবর জানানোর পর আমরা তা পত্রিকায় প্রকাশ করেছি।

এমন আরও সংবাদ

Back to top button