সাহিত্য

রিক্ত হেনা : নাসরিন সরমিন

রচনা কাল- ২৫.১০.২০২১ ইং স্বর বিত্তে (৪+৪+৪+২/৩ )

প্রত্যাশা যে পালায় উড়ে উড়ে বহু দূরে ,

তবুও যে আশায় বাঁচি কিছু স্বপ্নের সুরে ।

হৃদয় যেন রিক্ত হেনা কিংবা নামহীন কোন ফুল,

ডালপালা যে ঝরে গেছে পাই না খুঁজে কোন কুল ।

বেঁচে থাকা কষ্ট বেশি আনমনা মন নিয়ে,

যায় কি করা জীবন যাপন ভাঙ্গা হৃদয় দিয়ে ?

বেঁচে আছি মরার মত যে,

কাঠপুতুল হয়ে,

আমায় পুঁড়ায় অগ্নিশিখা দিবানিশি ধরে ।

পাইনি সুখের স্রোতের ধারা অনাদৃত চির কালের,

মহাশূন্যে তে বসবাস আঁধার মহা কালের ।

জানি থাকবো না আমিও মিশে যাবো মরণে,

তবু কেন অনল লাভা প্রভু,

আমার জীবনে ?

এস.এ/এ/নিউজ

এমন আরও সংবাদ

Back to top button