অপরাধ

পল্টনে পৃথক অভিযানে ইয়াবাসহ পাঁচজন গ্রেফতার

রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় পৃথক অভিযানে ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রোকসানা বেগম, মোঃ মালেক, মোঃ জসিম উদ্দিন, মোঃ সুরত আলম ও মোঃ হানিফ।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দীন মিয়া  জানান, পল্টন মডেল থানার গুলিস্তান লিংক রোডের বঙ্গবন্ধু এভিনিউ গুডফুড দোকানের সামনে একজন লোক মাদক বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ এপ্রিল ২০২২) ভোর ৬:৫০ টায় উক্ত স্থানে অভিযান চালায় এসআই সুজন কুমার তালুকদারের নেতৃত্বে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোকসানাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ২,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি বলেন, দিনের অপর এক অভিযানে রাত ৮:০০ টায় শহীদ নজরুল ইসলাম সরণী কালভার্ট রোড এলাকা হতে ২৫০০ পিস ইয়াবাসহ মালেক ও জসিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্য মতে রাত ১১:৫০ টায় মতিঝিল থানার দৈনিক বাংলা মোড় এলাকা হতে ২৫০০ পিস ইয়াবাসহ সুরত ও হানিফকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় পৃথক মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এক্স/নিউজ/এস

এমন আরও সংবাদ

Back to top button