কবিতাসাহিত্য

বর্ষ বরণ : নাসরিন সরমিন

প্রকাশকাল: ১৪.০৪.২০২২ইং

নববর্ষ তোমায় করবো
বরণ, মনের মতো করে,
তাই তো পরেছি লাল শাড়ি
রেশমি চুড়ি, খোঁপায় ফুল যে ।
খাবার মেনুতে যে আছে
পান্তা – ইলিশ , শুট্‌কি ভর্তা ,
মন যে দোলে হাওয়ায়
প্রাণে লাগে বৈশাখ বার্তা ।
যাই ভুলে যাই কথন
পিছনের সব কথন যে,
নববর্ষে নব সুরে
কথা হবে দিকে দিকে ।
বৈশাখ ছুঁয়ে দেয় উদাসী মন
তবুও যে কাব্য লিখন,
ভাবনাগুলো এলোমেলো
এভাবেই বর্ষ বরণ ।
এস/এ

এমন আরও সংবাদ

Back to top button