এক্সক্লুসিভ নিউজলিড নিউজশিক্ষা

বিকেলে প্রকাশ হতে পারে ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল

বিকেলে-প্রকাশ-হতে-পারে-ডেন্টাল-ভর্তি-পরীক্ষার-ফলঢাকা : দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার বিকেলে প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ‘আমাদের ফল তৈরির কাজ শেষ। আজ বিকেলে ফল প্রকাশ করা হতে পারে।’

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার প্রায় ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এবার প্রতি আসনের জন্য ১২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। এই সংখ্যা অন্যবারের চেয়ে অনেক বেশি হলেও এরই মধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সবুজ সংকেত পেলে আজ বিকেলে ফল প্রকাশ করা হবে।

তবে কোনো কারণে তিনি অনুমতি না দিলে এই ফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে বলেও জানা গেছে।

এর আগে গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ২৬টি ভেন্যুর বিভিন্ন কেন্দ্রে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬৫ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী ৫৪৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

এমন আরও সংবাদ

Back to top button