কবিতাসাহিত্য

অস্পর্শিত: নাসরিন সরমিন

প্রকাশকাল - ০৪.০১.২০২২ ইং

ছুঁয়ে দিতে চাই না তোমার চিবুক কিংবা লোমশ বুক,

হাতে হাত রেখে নিতে চাই না কোন শপথ ,

দূর থেকে নি:শব্দে ভালবাসতে চাই শতাব্দীর পর শতাব্দী ।

স্পর্শে সব যেন মলিন

সাগরের ঊর্মিতেও মেলে না উচ্ছাস,

রবি,শশী অধরা তাই তো এখনো স্নিগ্ধ,সজীব,

পৃথিবীটা আমাদের স্পর্শে জরাজীর্ণ ।

ইচ্ছেগুলো পেতে চায় মুক্তির পথ

মানতে চায় না শাসন বারণ,

হৃদয় কেন যে এত অবুঝ !

তবুও নিজের সাথে বুঝাপরা সৃষ্টিকর্তাও যে অধরা . . . . .

এস.এ

এমন আরও সংবাদ

Back to top button