স্পেনের গ্লোবাল ওয়াটার সামিটে বাংলাদেশের প্রশংসা
স্টাফ রিপোর্টার : জলবায়ু ও প্রকৃতি রায় বাংলাদেশের পানি ব্যবহার ও ব্যবস্থাপনা নীতিমালা বিশ্বের অনেক দেশের চেয়ে উৎকৃষ্ট বলে জানিয়েছেন, স্থানীয় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত গ্লোবাল ওয়াটার সামিটে অংশ নিয়ে তিনি একথা জানান। গতকাল শুরু হয়েছে এ সম্মেলন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান এবং ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান সোমবার থেকে শুরু ৩ দিনের এ সম্মেলনে যোগ দিয়েছেন। বিশ্বব্যপি ভবিষ্যত সুপেয় পানি সংকট এবং তার ব্যবস্থাপনা কৌশল নির্ধারনে এবার সম্মেলনে প্রতিপাদ্য ‘ইতিবাচক পানি ও শুন্য কার্বন’। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান জানান, এ বিশ্ব সম্মেলনে বাংলাদেশের ভূ উপরিস্থ পানি ব্যবহার নীতি ও প্রকল্প প্রশংসিত হয়েছে।