আন্তর্জাতিকএক্সক্লুসিভ নিউজলিড নিউজ

৩ টুকরো হতে পারে পাকিস্তান : ইমরান খান

হারাতে পারে পারমাণবিক সক্ষমতাও

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান বলেছেন, নীতি নির্ধারকেরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে পাকিস্তান ৩ অংশে বিভাজিত হয়ে যেতে পারে। এমনকি হারিয়ে ফেলতে পারে পারমাণবিক সক্ষমতাও। পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের ইমরান খান এসব কথা বলেছেন।

ওই টেলিভিশন সাক্ষাৎকারের বরাত দিয়ে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ওই টিভি সাক্ষাৎকারে ইমরান খানকে জিজ্ঞেস করা হয়, ‘যদি পাকিস্তানের এস্টাবলিশমেন্ট আপনাকে সমর্থন না দেয়, আপনার জনপ্রিয়তাকে মূল্যায়ন না করে—যেমনটা আমরা দেখেছি বেনজির ভুট্টোর বেলায়। তাহলে আপনার আবারও ক্ষমতায় ফেরাটা অসম্ভব হয়ে উঠবে। সে ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী?

জবাবে ইমরান খান বলেন, ‘পাকিস্তানের মূল সমস্যাই হলো এর এস্টাবলিশমেন্ট। যদি তাঁরা সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়, তবে আমি আপনাদের লিখে দিতে পারি তাঁরা ধ্বংস হয়ে যাবে এবং এর ফলে সবার আগে ক্ষতিগ্রস্ত হবে সশস্ত্র বাহিনী।’

এ সময় ইমরান খান আরও বলেন, ‘এর জের ধরে পাকিস্তান ভেঙে তিন টুকরো হয়ে যেতে পারে।’

তেহরিক–ই–ইনসাফের চেয়ারম্যান সতর্ক করে বলেন, পাকিস্তানের অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায় তখন সুযোগ পেয়ে বিশ্ব আমাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে বলবে। যেমনটা করা হয়েছিল ১৯৯০ সালে ইউক্রেনে। এ সময় সময়, তিনি আরও বলেন, পাকিস্তানের অর্থনীতি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে।

তবে, ইমরান খানের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেছেন, ‘এটি কোনো পাকিস্তানির বক্তব্য নয়, ভারতের মোদির বক্তব্য এমন হতে পারে।’

এমন আরও সংবাদ

Back to top button