জাতীয়

পদ্মা সেতু উদ্বোধন ঘিরে তল্লাশি, নিরাপত্তা জোরদার

এক্সক্লুসিভ নিউজ,ঢাকা: পদ্মা সেতু। কোটি মানুষের স্বপ্নের সেতু। এটি কেবল সেতুই নয়, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্র আর আত্মমর্যাদার প্রতীক। বহুল প্রতীক্ষিত সেতুটি আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে। দেশজুড়ে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর কারণ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, একটি মহল নাশকতা ও ধ্বংসাত্মক কিছু ঘটিয়ে জনগণের দৃষ্টি পদ্মা সেতুর অনুষ্ঠান থেকে অন্যদিকে ঘুরানোর চেষ্টা করতে পারে। তবে এখন পর্যন্ত কোনো নাশকতার সরাসরি হুমকি নেই বলেও জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, রাজধানীসহ দেশের প্রতিটি রেঞ্জের কর্মকর্তাদের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান ঘিরে সতর্ক করা হয়েছে। তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, একটি গোষ্ঠী এই স্বপ্নের সেতুর অনুষ্ঠানকে বানচাল কররার চেষ্টা করতে পারে।

এই কর্মকর্তা বলেন, বিশেষ করে ঢাকার প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে নিজ নিজ এলাকায় মেস ও আবাসিক হোটেলে নজরদারি বাড়াতে। পাশাপাশি অভিযান চালানোরও নির্দেশ দেয়া হয়েছে।

এই নির্দেশনার সত্যতা ঢাকার বেশ কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তর থেকে নির্দেশ পেয়েছেন তারা। গত রবিবার রাত থেকে অভিযান চলছে।

বিশেষ করে নজর রাখা হচ্ছে মেস ও আবাসিক হোটেলগুলোতে। ঢাকার বাইরে থেকে আসা কোনো বহিরাগত অবস্থান নিয়েছে কি না। অবস্থান নিলেও তার নাম-ঠিকানা সংগ্রহ করা। আর কারো বিষয়ে সন্দেহ হলে নজরদারিতে রাখা হচ্ছে।

এ কর্মকর্তা বলেন, ঢাকা শহরের প্রতিটি মেসে অভিযান চালানো হচ্ছে। অনেক কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেসে অবস্থা করেন। তাদের মধ্যে বহিরাগতরা অবস্থান নিয়েছে কি না, সেটা নিশ্চিত করা হচ্ছে।

হঠাৎ করে এমন উদ্যোগ নেয়ার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কেউ একটা গুজব ছড়িয়ে বানচাল করার চেষ্টা করতে পারে। এছাড়া বড় ধরনের কিছু একটা করে ফেলতে পারে। এজন্য পুলিশ সদর দপ্তর থেকে দেশের প্রতিটি থানায় নির্দেশ পাঠানো হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য।

এই অভিযান চালানোর কোনো সময়সীমা নেয় বলে জানান এক কর্মকর্তা। বলেন, ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানকে ঘিরে যেহেতু নিরাপত্তা বাড়ানো হয়েছে, সেহেতু অনুষ্ঠানের পরে স্বাভাবিক হয়ে যাবে।

সরকারের দায়িত্বশীল পর্যায়ের এক কর্মকর্তা বলেন, পদ্মা সেতু আওয়ামী লীগ সরকারের একটি বড় সাফল্য। সেতুটি নির্মাণের শুরু থেকেই সরকারবিরোধীরা ষড়যন্ত্র করে আসছে। তারা দেশে-বিদেশে নানা অপপ্রচার চালাচ্ছে, ষড়যন্ত্র করছে। সেতুর উদ্বোধন ঘিরেও নাশকতার অপচেষ্টা চলছে বলে গোয়েন্দা তথ্য আছে।

পদ্মা সেতুকে ঘিরে দেশের বাইরে থেকেও উসকানি দেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (অপারেশন্স) মোহাম্মদ হায়দার আলী খান। তিনি বলেন, ‘দেশের ভেতরেও কেউ এ ধরনের কাজ করতে পারে। তাদের মনিটরিং করছি। সে অনুযায়ী ফোর্সও মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

ডিআইজি মোহাম্মদ হায়দার আলী খান বলেন, দেশের যেসব জায়গায় বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে, সেসব জায়গায় নজদারি বাড়ানো হয়েছে। এছাড়া আশপাশের এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা অনুষ্ঠানস্থলে আসবেন তাদের চলাফেরাও নির্বিঘ্নে করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানকে ঘিরে কোনো হুমকি আছে কি না জানতে চাইলে ডিআইজি হায়দার আলী বলেন, ‘এখন পর্যন্ত কোনো নাশকতার হুমকি নেই। তবে কেউ নাশকতার পরিকল্পনা করলেও সেটা সফল হবে না। সন্দেহকারীদের ইতোমধ্যে নজরদারিতে আনা হয়েছে। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কেপিআইভুক্ত প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

পাশাপাশি সাইবার মনিটরিং বাড়ানো হয়েছে বলে জানান ডিআইজি। বলেন, ‘আমরা এর আগেও বেশ কয়েকবার পদ্মা সেতু নিয়ে গুজব ছড়াতে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে এবার কেউ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে না পারে, সেই জন্য সার্বক্ষণিক মনিটারিং করা হচ্ছে।

এমন আরও সংবাদ

Back to top button