খালেদা জিয়াকে পর্যবেক্ষণের সময় বাড়িয়েছে মেডিকেল বোর্ড
এক্সক্লুসিভ নিউজ, ঢাকা : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাদের সবশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। এক সপ্তাহ পর্যবেক্ষণ চলবে বলে জানা গেছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এই খবর জানান। তিনি জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সবশেষ অবস্থা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করেছে। পর্যালোচনা শেষে তাঁকে আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখার বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।
গত শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরদিন শনিবার তাঁর হার্টে রিং পরিয়ে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। সেই ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষ হচ্ছে আজ মঙ্গলবার। তবে এখনো পর্যন্ত খালেদা জিয়ার শরীরের প্রকৃত অবস্থা জানতে না পারায় চিকিৎসকেরা পর্যবেক্ষণের সময় বাড়িয়ে দিয়েছেন।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।