করোনায় আক্রান্ত বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ফাউসি
আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউসি। র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পর গতকাল বুধবার তাঁর করোনা শনাক্ত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) জানিয়েছে, তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। বর্তমানে তিনি বাসা থেকেই কাজ করছেন।
এনআইএইচ জানিয়েছে, ফাউসি করোনার টিকা নিয়েছিলেন। এ ছাড়া তিনি করোনার ডাবল বুস্টারও গ্রহণ করেছেন। তবে বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা হলেও ফাউসি সম্প্রতি তাঁর সংস্পর্শে যাননি।
অ্যান্থনি ফাউসি একজন মহামারি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ। ১৯৮৪ সাল থেকে তিনি দেশটির যে কোনো মহামারি মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করছেন। এ ছাড়া তিনি এনআইএইচের জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের দীর্ঘস্থায়ী পরিচালক। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সম্মুখসারিতে থেকেই নেতৃত্ব দিচ্ছেন অ্যান্থনি ফাউসি।