বিনোদন

এবার ঈদেও টিভি নাটকে মিম

এবার ঈদেও টিভি নাটকে মিমএক্সক্লুসিভ নিউজ, বিনোদন : টিভি নাটক দিয়েই শুরু হয়েছিল অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের অভিনয়জীবন। দীর্ঘ সময় তিনি ছোট পর্দায় ছিলেন নিয়মিত মুখ। সিনেমায় অভিনয় শুরুর পর নাটক ছেড়ে দেন। দীর্ঘদিন পর গত ঈদে আলফা আই প্রযোজিত দুটি নাটকে পাওয়া গেছে মিমকে।

আগামী কোরবানির ঈদেও ছোট পর্দায় থাকবেন তিনি। জানা গেছে, ঈদে প্রচারের জন্য ‘রিস্কি লাভ’ নামে একটি নাটকের শুটিং করেছেন মিম। এতে তাঁর সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। নাটকটি পরিচালনা করেছেন ওসমান মিরাজ।

এমন আরও সংবাদ

Back to top button