এক্সক্লুসিভ নিউজদৃষ্টি আকর্ষণনির্বাচনলিড নিউজ

নির্বাচনীয় ফলাফল প্রকাশে কোনো চাপ ছিল না: রিটার্নিং কর্মকর্তা

রিটার্নিং কর্মকর্তাএক্সক্লুসিভ নিউজ, ঢাকা : নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে। এ নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচনী কার্যালয়ে তিনি এ কথা জানান।

শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘নির্বাচন তো আপনারা দেখলেনই। ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোনো চাপ ছিল না। খুব স্বচ্ছতার সঙ্গে সবকিছু হয়েছে।’

সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘একজন প্রার্থী অভিযোগ করেছেন, ফোনে কথা বলছিলাম। সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা নিয়ে আমি সিইসিকে (প্রধান নির্বাচন কমিশনার) জানাচ্ছিলাম। পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসককে কল করে জানাতে হয়েছে। আমার সে সময় অন্য কোনো কল আসেনি।’

ফল ঘোষণা নিয়ে কোনো প্রার্থী যদি অসন্তুষ্ট হন, সে ক্ষেত্রে আদালত আছে জানিয়ে শাহেদুন্নবী বলেন, ‘কোনো প্রার্থীর যদি ভোটের ফল নিয়ে সন্দেহ থাকে, আইনি ব্যবস্থা নিতে পারেন।’

এমন আরও সংবাদ

Back to top button