আসামে নিহত অন্তত ২৫, ৩২ জেলায় বন্যা
আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদিন গ্রামের পর গ্রাম ডুবছে। পানির নিচে চলে যাচ্ছে বসতবাড়ি থেকে কৃষিজমি। ভারতের আসামে ভয়াবহ বন্যায় বানভাসি প্রায় ৩১ লাখ মানুষ দুর্বিপাকে। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ৩২টিই বন্যাকবলিত। বন্যায় এ পর্যন্ত মারা গেছেন অন্তত ২৫ জন।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এছাড়া বন্যার পানিতে তলিয়ে আট জন নিখোঁজ বলে প্রশাসন জানিয়েছে।
শনিবার আসাম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় ২৫ জন মৃতের মধ্যে চার জন শিশুও রয়েছে। সব মিলিয়ে চলতি বছরে আসামে বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে ৬২ জনের।
সরকারের ৫১৪টি আশ্রয় কেন্দ্রে দেড় লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। বজলি, বক্সা, বরপেটা, গোয়ালপাড়া, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, মজুলি, নগাঁও, নলবাড়ি, শিবসাগরের মতো জায়গায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
এদিকে, বন্যা পরিস্থিতি জানতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ফোনে তাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদি। ভারতীয় সেনা, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উদ্ধারকাজে নেমেছেন। চলছে ত্রাণ বিতরণও।