এক্সক্লুসিভ নিউজঢাকাদৃষ্টি আকর্ষণদেশজুড়েলিড নিউজ

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে: ২৪ ঘণ্টায় টোল আদায় ৬৯ লাখ ৮১ হাজার

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ২৪ ঘণ্টায় টোল আদায় ৬৯ লাখ ৮১ হাজারমুন্সিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে গত ২৪ ঘণ্টায় ২৬ হাজারের বেশি গাড়ি পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৬৯ লাখ ৮১ হাজার ৪৪০ হাজার টাকা।

সড়ক ও জনপথের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিয়ান রেজা নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার মহাসড়কের উভয়প্রান্তে টোল আদায়ে ধীরগতি ছিল। ধলেশ্বরী টোল প্লাজা থেকে কেরানীগঞ্জের আব্দুল্লাপুর পর্যন্ত মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

টোলপ্লাজা থেকে গাড়ির সারি ছাড়িয়ে যায় প্রায় পাঁচ কিলোমিটার। একই চিত্র দেখা গেছে ভাঙ্গার বগাইল টোল প্লাজা এলাকাতেও।

তবে শনিবার সকাল থেকে গাড়ি পারাপার অনেকটা স্বাভাবিক রয়েছে।

এমন আরও সংবাদ

Back to top button