বাংলাদেশ কাউকে ভয় পায় না
এক্সক্লুসিভ নিউজ, ঢাকা : বাংলাদেশ আর পাকিস্তান দল গত পরশু রাতে পাশাপাশি অনুশীলন করেছে। দুই দলের ব্যাটাররা একই সঙ্গে ঝালিয়ে নিয়েছেন। আইসিসি একাডেমি মাঠের বাউন্ডারি খুব একটা বড় নয়। তবু বাংলাদেশের ব্যাটারদের সেটি পার করতে বেশ বেগ পেতে হচ্ছে। আর পাকিস্তানি ব্যাটাররা এই বাউন্ডারি পার করছে কী অনায়াস প্রচেষ্টায়।
এ দৃশ্য দেখে বাংলাদেশ দলের পুরোনো দুর্বলতা আবার সামনে চলে এল—নিজেদের পাওয়ার হিটিং দক্ষতায় পিছিয়ে থাকা। অনুশীলনের সময়ে লং অন-লং অফ বাউন্ডারিতে দাঁড়ানো সাংবাদিকদের সঙ্গে আড্ডারত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসকে এক সাংবাদিক জিজ্ঞেসই করে বসলেন, বাংলাদেশের ব্যাটাররা পাওয়ার হিটিং দক্ষতায় কেন এত পিছিয়ে? জালাল ইউনুস একটু চুপ হয় গেলেন। কিছুক্ষণ ভেবে বললেন, ‘আমাদের খাদ্যাভ্যাস একটা কারণ হতে পারে।’
বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হচ্ছে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশ দলের ভাবনাজুড়ে এখন আফগানিস্তান। প্রতিটি দলেরই লক্ষ্য থাকে টুর্নামেন্টের শুরুটা যেন ভালো হয়। শুধু ভালো করার ভাবনা থেকেই নয়, বাংলাদেশ দলকে দ্বিতীয় পর্বে জেতে হলে আফগানিস্তানকে হারাতেই হবে। জালাল ইউনুস তাই বলছিলেন, প্রথম রাউন্ডে দুটি ম্যাচই আমাদের জিততে হবে। তবে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
পরশুর ম্যাচের আগে বাংলাদেশের কাছে মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল গতকাল আফগানিস্তান-শ্রীলঙ্কার ম্যাচটি। এই ম্যাচ মনোযোগ দিয়ে দেখতে বাংলাদেশে মাঠেই আসেনি। ছুটির মেজাজে দিনটি কাটানো বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সূচি বলতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে নৈশভোজ। টিম ম্যানেজমেন্ট চেয়েছে লঙ্কান-আফগানদের ম্যাচ দেখে মানসিকভাবে তৈরি হোক খেলোয়াড়েরা। এই ম্যাচে বাংলাদেশ যে মনপ্রাণে আফগানিস্তানের পরাজয় চেয়েছে, সে আর বুঝতে বাকি নেই। কিন্তু সেই চাওয়া আর পূরণ হয়নি। গতকাল আফগানরা লঙ্কানদের হারিয়েছে ৮ উইকেটে। সে হিসেবে ‘বি’ গ্রুপে লড়াইটা হয়ে গেল উন্মুক্ত। আগামী পরশু আফগানদের বাংলাদেশ হারালেও সাকিবদের সুপার ফোর নিশ্চিত হচ্ছে না। গতকাল রাতে টিম হোটেলের লবিতে দেখা হতেই পাকিস্তান ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ বলেই দিলেন, আফগানিস্তান সুপার ফোরে প্রায় চলে গেছে। গতকাল শ্রীলঙ্কার যে পারফরম্যান্স, বাংলাদেশকে এখন ‘টার্গেট’ই বদলে ফেলতে হচ্ছে ৷
সমীকরণ এখন যেটাই হোক, বাংলাদেশ নিজেদের সেরা প্রস্তুতি নিয়েই রাখছে। দলের সঙ্গে নৈশভোজ ও আফগান-শ্রীলঙ্কা ম্যাচ দেখে নাজমুল হাসান পাপন বললেন, ‘দলের সবার সঙ্গে দেখা করতে এসেছিলাম। খেলাটাও (আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ) দেখা হলো। আসলে আমি নিজের দলকে নিয়েই চিন্তিত। সব সময় বলে এসেছি আফগানিস্তানকে ছোট করে দেখা যাবে না। টি-টোয়েন্টি ওরা খুব শক্তিশালী। তবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে দেখে চাঙা ও আত্মবিশ্বাসী মনে হয়েছে।’
আফগানদের দাপুটে জয় দেখার পর কী কথা হয়েছে? পাপনের সাফ জবাব, ‘আমরা কাউকে ভয় পাই না। প্রথম ম্যাচটা জিততে চাই। যাতে শুরুতেই ভালো অবস্থানে থাকি।’