আন্তর্জাতিকএক্সক্লুসিভ নিউজজীবনযাত্রাদৃষ্টি আকর্ষণলিড নিউজ

ভাইস প্রেসিডেন্টকে রক্ষা করতে আর্জেন্টিনার রাস্তায় হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে দুর্নীতির অভিযোগে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এর প্রতিবাদে ক্রিস্টিনা ফার্নান্দেজের হাজার হাজার সমর্থক নেমে এসেছেন রাস্তায়। তাঁরা শনিবার দিনভর বিক্ষোভ করেছেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার ক্রিস্টিনা ফার্নান্দেজ তাঁর বাড়ির সামনে একটি অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন এবং বিক্ষোভ থামানোর অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ‘গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে। আমি আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা এবার একটু বিশ্রাম নিন।’

রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এবং পুলিশ দুজনকে আটক করেছে। সংঘর্ষে সাতজন পুলিশ আহত হয়েছেন।

২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার সময় ক্রিস্টিনা ফার্নান্দেজ সরকারি তহবিল সরানোর সঙ্গে জড়িত ছিলেন এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছিলেন আইনজীবীরা। সেই অভিযোগের প্রেক্ষিতে তাঁকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের এ রায়ের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করতে নামেন ক্রিস্টিনার হাজার হাজার সমর্থক। শনিবার সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে ক্রিস্টিনার বুয়েনস আইরেসের বাড়ির সামনে। বিক্ষোভ ঠেকাতে পুলিশ ‘প্রতিরোধক বেড়া’ স্থাপন করেছিল।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেছেন, ফার্নান্দেজ বিচারিক নিপীড়নের শিকার হয়েছেন। বুয়েনস আইরেসের মেয়ের পুলিশ দিয়ে বিক্ষোভ ঠেকাতে চাচ্ছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা। পরে বিকেলের দিকে পুলিশে বেড়া ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে।

এমন আরও সংবাদ

Back to top button