এক্সক্লুসিভ নিউজ, নাটোর : নাটোরের বাগাতিপাড়া থেকে জাহিদুল (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাফকো গ্রামের একটি ফসলি জমিতে তার মৃতদেহ পড়ে ছিল।
জাহিদুল বাগাতিপাড়া উপজেলার কাফকো গ্রামের দিনমজুর কৃষক রাসেদুল ইসলামের ছেলে। সে পাশের সদর উপজেলার সাধুপাড়া হাই স্কুলের ছাত্র এবং এবারের এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, এসএসসি পরীক্ষার্থী জাহিদুল সদর উপজেলার দরাবপুর গ্রামে তার নানা বাড়িতে থাকত। গতকাল শনিবার দুপুরে সে কাফকো গ্রামে তার এক সহপাঠীকে রক্তদানের জন্য কাকফো গ্রামের আসার কথা বলে নানা বাড়ি থেকে বের হয়। কিন্ত সে নানা বাড়ি বা বাবার বাড়িতে ফেরেনি। আজ রোববার সকালে বাবার বাড়ির অদূরে একটি ফসলি জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসার পর তার মৃতদেহ শনাক্ত করে স্থানীয়রা।
এদিকে, মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডিও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের বোন রাশেদা দাবি করেন, তার ভাইকে হত্যা করা হয়েছে। তারা এর বিচার চান।
অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি পুলিশ, সিআইডি ও পিবিআই তদন্ত করে দেখছে বলেও তিনি জানান।