অস্বাভাবিক আকার ধারণ করছে আম্বিয়ার মাথা
রংবেরঙ ডেস্ক : ক্রমেই বড় হচ্ছে চার মাস বয়সী আম্বিয়ার মাথা। ফুটফুটে শিশুটির মাথা অস্বাভাবিক আকার ধারণ করায় চিন্তিত তার স্বজনরা। তবে চিকিৎসকরা বলেছেন দ্রুত অপারেশন না করলে তাকে বাঁচানো কষ্টকর হয়ে পড়বে।
আম্বিয়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোপালনগর গ্রামের আজিজুল হক ও নাসরি বেগমের মেয়ে।
আম্বিয়ার বাবা আজিজুল হক জানান, আমার দুই ছেলে। বড় ছেলে নাসিম ৬ষ্ট শ্রেণিতে ও ছোট ছেলে জিহাদ ৪র্থ শ্রেণিতে পড়ে। আশা ছিল কন্যা সন্তানের বাবা হবো। চার মাস আগে ঘর আলোকিত করে জন্মও হয় শিশু আম্বিয়ার। তবে কিছুদিন পর থেকে আম্বিয়ার মাথা বড় হতে থাকে। পরে চিকিৎসকের সংকটাপন্ন হই। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বলেন মেয়ের হাইড্রোসেফালাস রোগে হয়েছে বলে জানান।
তাকে ভালো করতে অপারেশন করতে হবে। এতে খরচ হবে প্রায় দেড় লাখ টাকা। কিন্তু আমি দিনমজুর। মানুষের বাড়িতে কাজ করি। এতো টাকা আমি কোথা থেকে জোগাড় করব। তাই চিন্তায় দিন কাটছে আমার।
গোমস্তাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, আম্বিয়া হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত। তাই তার মাথায় পানি জমে রয়েছে। এ জন্য তার মাথা দিন দিন বড় হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের নির্দেশে তার বাড়িতে গিয়েছিলাম। তাকে চিকিৎসার আশ্বাস দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সুস্থ হলে উঠবেন আম্বিয়া।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম বলেন, আম্বিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব। তার চিকিৎসার খরচ বহন করবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।