বাংলাদেশ ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
মো. ইব্রাহীম হোসেন: রাজধানীর গুলিস্তানে কর্ণেল তাহের মিলনায়তনে ২৪ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি কেন্দ্রীয় কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব এবং চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৪র্থ বারের চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী (বিল্লাল)। সভায় সারা দেশ থেকে আসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবী-দাওয়া নিয়ে আলোচনা করেন এবং তাদের ১২ দফা দাবী আদায়ে সামনে আরো জোরালো ও কার্যকরী ভূমিকা পালনে সভাপতির কাছে অঙ্গীকার করেন। এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ আবুল কাশেম মিয়া, সহ-সভাপতি মো. আজিজুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. শরিফ কামাল, সাবেক কোষাধ্যক্ষ মো. মাসুদ আলম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা ফটিক প্রমুখ উপস্থিত ছিলেন।