বিনোদন

মাসুম আজিজের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা চায় পরিবার

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মাসুম আজিজ। গত তিনদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন বরেণ্য এই অভিনেতা। মাসুম আজিজের শারীরিক অবস্থা আগের মতোই আছে বলে জানিয়েছেন তার স্ত্রী সাবিহা জামান। এমন পরিস্থিতিতে চিকিৎসা খরচ চালিয়ে যেতে প্রধানমন্ত্রীর সহায়তা চান তিনি ও তার পরিবারের সদস্যরা।

মাসুম আজিজের স্ত্রী সাবিহা জামান বলেন, ‘গত প্রায় ১০-১১ মাস হলো তার চিকিৎসা চলছে। আপনারা তো জানেন এই চিকিৎসা কেমন ব্যয়বহুল। আমরা মনে করি, তার উন্নত চিকিৎসার প্রয়োজন। আর আমাদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো না। মাননীয় প্রধানমন্ত্রীর একটু এগিয়ে এলে হয়তো তিনি (মাসুম আজিজ) আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।’ সাবিহা জামান আরও বলেন, ‘চিকিৎসকরা আশাবাদী। তারা বলেছেন প্রোপার ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারলে তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরাও সেটা আশা করছি।’ এর আগে, চলতি বছরের শুরুর দিকে মাসুম আজিজের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। ১০ মাস ধরে তার চিকিৎসা চলছে। এর মধ্যে কয়েক দফায় হাসপাতালেও ভর্তি ছিলেন এই অভিনেতা।

এমন আরও সংবাদ

Back to top button