চাঁদপুরে ওসির প্রচেষ্ঠায় দামী মোবাইল ফোন উদ্বার
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদের প্রচেষ্ঠায় চাঁদপুর জেল পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আব্দুল আহাদের বাসা থেকে হারিয়ে যাওয়া একটি অনেক দামী মোবাইল ফোনটি উদ্বার করা হয়েছে। গতকাল রোববার (৪ ডিসেম্বর) রাতে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ এর কক্ষে প্রকৃত মালিককে মোবাইল ফোনটি হস্তান্তর করা হয়। এসময় চাঁদপুর সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ অলিউল্লাহ উপস্থিত ছিলেন।
এ হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি বিশেষ প্রদ্বতির মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে উদ্বার করতে সক্ষম হয়েছেন, চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জাহাঙ্গীর আলম।
জানা গেছে,গত শুক্রবার (১ নভেম্বর) মোবাইল ফোনটি জেল পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আব্দুল আহাদের ব্যবহৃত ভাড়া বাসা থেকে হারিয়ে যায়। এ বিষয়ে তিনি গত শনিবার রাতে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন। সেই প্রেক্ষিতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদের নির্দেশে,তার প্রচেষ্টায় ও নির্দেশনায় বিশেষ প্রক্রিয়ায় এএসআই মোঃ জাহাঙ্গীর আলম আধুনিক পদ্বতির প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনটি উদ্ধার করে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান,চাঁদপুর মডেল থানা এলাকায় যাদের মোবাইল ফোন হারিয়ে অথবা চুরি হয়ে যায়। সেই প্রেক্ষিতে থানায় সাধারন ডায়েরী করা হলে আমরা বিশেষ আধুনিক পদ্বতির প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনটি উদ্ধার করে দেওয়া ব্যাপক চেস্টা করে যাচ্ছি। এ ধরনের অনেক মোবাইল আমরা উদ্বার করে দিয়েছি। যেমন আজকে একটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্বার করে তার মালিককে বুঝিয়ে দিতে পেরেছি।