মেঘনায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত আহত, আটক ১৩
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সালাউদ্দিন (২৮) নামের এক ডাকাত আহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ যুবকসহ ১৩ জনকে আটক করেছে নৌপুলিশ।
অপর আটকরা হলেন- সাব্বির মিজি (২৩), মহিউদ্দিন সরকার (৪১), আল আমিন (২০), ইমরান (২২), ফিরুজ মিজি (২৬), জীবন বেপারী (২০), আনোয়ার হোসেন (২৪), জহিরুল ইসলাম (২৭), আক্তার হোসেন (২২), সাহিন মিয়া (২০), সুজন বেপারী (২৭) ও কাসেম ব্যাপারী (২৪)।
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি হচ্ছে এমন খবরে মেঘনার এখলাশপুর ও জহিরাবাদ ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তারা পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সালাউদ্দিন নামের এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়। তিনিসহ ১৩ জনকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৫৯টি মোবাইল, ১০টি রামদা, দুটি পাইপ গান, চারটি ছুরি, একটি সাবল, চার রাউন্ড গুলি, ছয়টি বোমা জব্দ করা হয়েছে।
বিষয়ে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, মেঘনায় ডাকাতির প্রস্তুতি করছে একদল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। এ সময় তারা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমাদের ওপর হামলা করে। তবে আমরা তাদের আটক করতে সক্ষম হয়েছি। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
মনিরুজ্জামান আরও বলেন, পুলিশের গোলাগুলিতে এক ডাকাত আহত হয়েছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরপর চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।