এক্সক্লুসিভ নিউজজীবনযাত্রাপরিবেশ

ঢাকায় মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা

পৌষের অস্তিত্ব জানান দিচ্ছে প্রকৃতি। সারা দেশে জেঁকে বসেছে শীত। গেল কয়েকদিনে হাঁড়কাপানো শীতের কবলে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চল। শনিবার এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এতে কাঁপছে রাজধানীর বাসিন্দারা।

তাপমাত্রার নিম্নমুখী প্রবণতার মধ্যে কয়েকদিন ধরেই আকাশ থাকছে কুয়াশার কবলে। রোদের দেখা মিলছে কদাচিৎ। এ কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দেশের উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীত পড়েছে।

শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, ভোর ৬টায় ঢাকা ও এর আশপাশের অঞ্চলে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তার আগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়। সেখানে তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এছাড়া তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছীতে ৯ দশমিক ৮, দিনাজপুর ও যশোরে ১০, সাতক্ষীরায় ১০ দশমিক ২, ঈশ্বরদীতে ১০ দশমিক ৪, সৈয়দপুরে ১০ দশমিক ৫, রাজশাহী, ডিমলা ও কুমারখালীতে ১০ দশমিক ৬, বগুড়া ও বরিশালে ১০ দশমিক ৭, ফরিদপুর ও গোপালগঞ্জে ১০ দশমিক ৮ এবং নিকলিতে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পর্যটন নগরী কক্সবাজারে, সেখানে তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটা অব্যাহত থাকতে পারে।

এমন আরও সংবাদ

Back to top button