বিনোদন
সন্তান দত্তক নিচ্ছেন লিন্ডসে লোহান
বিনোদন ডেস্ক: ক্যারিয়ারের শুরু থেকেই বিতর্কিত কর্মকাণ্ডে বেশ আলোচিত ও সমালোচিত মার্কিন তারকা লিন্ডসে লোহান। মীন গার্ল খ্যাত এই তারকা মাদকসাক্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে আইনি ঝামেলাতেও পড়েছেন বেশ কয়েকবার। তবে এবার একটু জীবনটা গুছাতে চাচ্ছেন ৩২ বছর বয়সী লিন্ডসে লোহান। সম্প্রতি ইউনিসেফের পক্ষ থেকে তুরস্কে সীমান্তে সিরিয়ান শরনার্থী শিবির পরিদর্শনে গিয়েছিলেন লোহান। আর সেখান থেকে ফিরেই সিদ্ধান্ত নেন নিজের পরিবার বড় করার। সন্তান দত্তক নিচ্ছেন তিনি, এমনটাই খবর হলিউডে।
এ ব্যাপারে লোহান বলেন, ‘সিরিয়ান শরনার্থী শিবিরের শিশুগুলো আমার ভেতরটাকে নাড়া দিয়েছে
২০১৬ সালে রাশিয়ান বিলিওনিয়ার এগার তারাবাসোভের সাথে বাগদান ছিন্ন করেন লোহান। আর তারপর থেকে একাই জীবন যাপন করছেন এই গায়িকা-নায়িকা।