সিগারেট এনে না দেওয়ায় চট্টগ্রামে নিরাপত্তা প্রহরীকে মাথায় ইট দিয়ে আঘাত করে খুনের অভিযোগ ওঠেছে মো. মোস্তফা ওরফে সোহাগ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।। সোমবার ভোরে নগরীর বাকলিয়া থানার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মোহাম্মদ ইউসুফ (৭৫)। তিনি কুমিল্লার মুরাদনগর থানার বাসিন্দা। নগরীর বউবাজারে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন। এ ঘটনায় অভিযুক্ত মো. মোস্তফা ওরফে সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়িও কুমিল্লার মুরাদ নগর থানায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, সোমবার নিরাপত্তা ইউসুফকে সিগারেট এনে দিতে বলেন সোহাগ। কথা অনুযায়ী তিনি একটা সিগারেট এনে দেন। কিছুক্ষণ পর আরেকটি সিগারেট এনে দিতে বললে তাতে রাজী হননি ইউসুফ। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইউসুফকে উপর্যপুরি ইট দিয়ে মাথায় আঘাত করেন সোহাগ। গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।