এক্সক্লুসিভ স্বাস্থ্য বুলেটিনস্বাস্থ্য
রূপচর্চায় লেটুসপাতা
রূপচর্চার কাজে বিভিন্ন ধরনের শাক-সবজি ব্যবহার করা হয়। তন্মধ্যে অন্যতম লেটুসপাতা। সবজিটি সারা বছরই পাওয়া যায়। সালাদে স্বাদ বাড়ায়, পাশাপাশি রূপচর্চায় এর কদর ব্যাপক। খাদ্য তালিকায় যেমন লেটুসপাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রূপচর্চায় ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেটুসপাতার তৈরি সহজ একটি ফর্মুলা ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ।
যা যা লাগবে :
♦ এক কাপ পরিমাণ পানি।
♦ লেটুসপাতা।
♦ গোলাপজল।
যেভাবে ব্যবহার করবেন
এককাপ পরিমাণ পরিষ্কার পানিতে কয়েকটি লেটুসপাতা ফুটিয়ে ঠাণ্ডা করে পানি ছেঁকে নিয়ে তার সঙ্গে আধা চা-চামচ গোলাপজল মিশিয়ে নিতে হবে। এবার এ পানি মুখে, গলায় আর হাত-পায়ে লাগিয়ে আধা ঘণ্টা বসে থাকতে হবে। তারপর অল্প গরম পানিতে হাত, মুখ, গলা ও পা ধুয়ে ফেলতে হবে। এবার ঠাণ্ডা পানিতে পুনরায় সব স্থান ধুয়ে নিলে ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ।