আন্তর্জাতিকলিড নিউজ

তুরস্কের ভূমিকম্প: ভারী বৃষ্টিতে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর জীবিত ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার তৎপরতা চলছে। তবে ভারী বৃষ্টি ও তুষারপাতে বেগ পেতে হচ্ছে এবং উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেঁচে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে ভারী বৃষ্টি ও তুষারপাতের সঙ্গে লড়াই করছেন উদ্ধারকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলগুলো জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়। পরে আরও কয়েকবার শক্তিশালী কম্পন (আফটার শক) অনুভূত হয়।

এমন আরও সংবাদ

Back to top button