কবিতাসাহিত্য

ভালবাসা – নাসরিন সরমিন

প্রকাশকাল :০৬.০২.২০২৩ইং

আমার কাছে ভালবাসা মানেই কষ্ট পাওয়া
ভালবাসার আরেক নাম মিথ্যে।
আমার কাছে মনে হয়
ভালবাসা শব্দটি অর্থহীন।
কাউকে ভালবাসতে যাওয়া মানে সময় নষ্ট করা।
নর-নারীকে ভালবাসার বদলে যদি
আমি ভালবেসে একটি গাছ লাগাই
সেই গাছ আমাকে দিবে নিঃশ্বাস নেয়ার অক্সিজেন।
যখন আমি প্রচন্ড পরিশ্রমে
তপ্ত দুপুরে কান্ত হয়ে যাবো
তখন গাছ আমাকে তার শীতল ছায়া দিয়ে
আমাকে শীতল করবে।
যখন আমি ক্ষুধার্ত হবো
গাছ তার ফল খেতে দিয়ে
আমার ক্ষুধা মিটাবে।
যখন আমার দুচোখ ঘুমে জড়িয়ে যাবে
গাছে হেলান দিয়ে না হয় কিছুক্ষণ ঘুমিয়ে নেব।
যখন আমি একা,
মনের গভীরে জমে আছে কিছু ব্যথা,
তখন গাছ, আমি আর
আমার কবিতার খাতা।
নই আমি একা।

এমন আরও সংবাদ

Back to top button