দেশজুড়েলিড নিউজ

সিরাজগঞ্জে খুনসহ দস্যুতার মামলায় গ্রেফতার ৩

সিরাজগঞ্জ সদর থানার পঞ্চসারটিয়া গ্রামে দস্যুতাকালে একজন মহিলাকে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ লিটন ফকির, মোঃ জিল্লুর আকন্দ ও মোহাম্মদ আলী।

উল্লেখ্য যে, গত ৩১ জানুয়ারি ২০২৩খ্রি. দিবাগত রাত ৩:১৫টায় সিরাজগঞ্জ সদর থানার পঞ্চসারটিয়া গ্রামে দস্যুতাকালে একজন মহিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের স্বামীর অভিযোগের প্রেক্ষিতে সিরাজগঞ্জ সদর থানায় একটি খুনসহ দস্যুতার মামলা রুজু করা হয়।

খিলগাঁও জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহিদুর রহমান বিপিএম, পিপিএম বলেন, ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালে সিরাজগঞ্জ সদর থানার পঞ্চসারটিয়া গ্রামে দস্যুতাকালে এক নারীকে হত্যার সংবাদ আমাদের নজরে আসে। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। এরপর আজ বুধবার (৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) গাজীপুর ও নাটোর জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত লিটন, জিল্লুর ও আলীকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের সিরাজগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে মর্মে জানান গোয়েন্দা এই কর্মকর্তা।

ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রাজীব আল মাসুদ বিপিএম-এর নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে খিলগাঁও জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহিদুর রহমান বিপিএম, পিপিএম-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এমন আরও সংবাদ

Back to top button