ঢাকালিড নিউজ

মেট্রোরেলে ঢিল, ভাঙলো জানালার কাঁচ

মেট্রোরেলে ঢিল, ভাঙলো জানালার কাঁচঢাকার মেট্রোরেলের একটি কোচের জানালায় ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে কোনও যাত্রী আঘাত না পেলেও জানালাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল রবিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কাফরুল থানায় ঘটনার দিন দুপুরে লিখিত অভিযোগ দিয়েছে।

সোমবার (১ মে) ডিএমটিসিএলের উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন।
নাজমুল ইসলাম বলেন, গতকাল বেলা ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরার দিকে যাওয়ার পথে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী কোনও একটি স্থান থেকে দুষ্কৃতকারীরা ঢিল ছুড়লে তা মেট্রোরেলের জানালায় আঘাত হানে। ঘটনাস্থলের পাশের কোনও এক বহুতল ভবন বা ছাদ থেকে ঢিল ছুড়ে থাকতে পারে বলে ধারণা করেন তিনি।
এদিকে ডিএমটিসিএল-এর অভিযোগকে মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে জানিয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘মেট্রোরেল কর্তৃপক্ষ ঢিল ছোড়ার বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছে। এখন এই অভিযোগকে কোন আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হবে এই বিষয়ে আলোচনা চলছে।’

এমন আরও সংবাদ

Back to top button