দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই জন নিহত হয়েছেন। বুধবার সকাল ৭ টায় উপজেলার পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের চাঁন্দাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- পার্বতীপুর শহরের ধুপীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৭) এবং একই এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম ও আশরাফুল ইসলাম ভ্যানযোগে স্থানীয় হাবড়া বাজারের দিকে যাচ্ছিলেন। তাদের মধ্যে একজন ভ্যান চালক এবং অন্যজন আরোহী । পথে চান্দাপাড়া এলাকায় পৌঁছালে, বিপরীত দিক আসা নীলফামারীর-ডোমারগামী একটি ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারা নিহত হন। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীনেশ চন্দ্র বর্মণ বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।