জাতীয়লিড নিউজ

সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন

𝑫𝒊𝒚𝒂𝒂🌙 on Twitter: "Chand sifarish 🌙🤍 My selenophile soul is  satisfied today. Please I can't stop looking at the sky tonight, it's  beyond beautiful. https://t.co/kgkBlOLq6i" / Twitterসৌদি আরবের আকাশে রবিবার (১৮ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ জুন (বুধবার)।

খালিদ টাইমস ও গলফ নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়,  রবিবার (১৮ জুন) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি। এবারের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন (মঙ্গলবার)। দুল আজহা উদযাপিত হবে ২৮ জুন (বুধবার)।

এর আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) কোরবানির ঈদ উদযাপন করা হবে।

এমন আরও সংবাদ

Back to top button