অপরাধলিড নিউজ

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১২ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরার দায়ে ১২ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। এর মধ্যে ১০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হয়েছে। ২জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন-মতলব উত্তর উপজেলার টিটু তফাদার (৩৫), মো. জসিম উদ্দিন (৩০), মো. ইয়াছিন (২০), নুর আলম (৩৮), রেজাউল মোল্লা (২২), আজিম বকাউল (২৬), মামুন ভুঁইয়া (২২), আবুল হোসেন বকাউল (৬০), মো. আরিফ (৩০), মো. মাইনুদ্দিন (১৯), রমজান আলী (১৪) ও মো. হাসিব (১৩)।

ওসি কামরুজ্জামান বলেন, আজ ভোরে নৌ পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের লালপুর নামক স্থানে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে এসব জেলেদের আটক করা হয়। একই সময় জেলেদের হেফাজতে থাকা ২হাজার বর্গ মিটার মশারি জাল ও একটি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

এমন আরও সংবাদ

Back to top button