দেশজুড়েলিড নিউজ

মেহেরপুরে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

গাংনীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে মানুষের ভিড়

মেহেরপুরের গাংনীত শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বার (ছোট ট্রাক) ধাক্কায় নিসারন খাতুন (৫৬) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।

নিহত নিসারন খাতুন উপজেলার ষোলটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রামের মধ্যপাড়ার মো. মোতালেব হোসেনের মেয়ে।

বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আবু রায়হান বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে নিসারন খাতুনকে মৃত অবস্থায় পাই।’

গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বাটি জব্দ রয়েছে। চালককে আটকের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

এমন আরও সংবাদ

Back to top button