তথ্যপ্রযুক্তি
সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বার্তা
সম্প্রতি ‘ক্যাসাব্লাংকা’ নামের একটি হ্যাকার গ্রুপকে চিহ্নিত করেছে বাংলাদেশ সিআইআরটি (CIRT) এর সাইবার থ্রেট গবেষণা দল।
হ্যাকার গ্রুপটি ইন্টারনেট ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন আর্থিক, সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ওয়েবসাইট পেজ ও URL লিংকের অনুরুপ URL লিংক দিয়ে ফিশিং ওয়েবসাইট ব্যবহার করছে। এতে ব্যবহারকারীরা ফিশিং ওয়েবসাইটটিকে প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠানের মনে করে তাতে তথ্য প্রদান করতে পারে।
হাতিয়ে নেয়া তথ্য ব্যবহার করে, ব্যবহারকারীকে ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে URL লিংক পাঠানো হয়, যার মাধ্যমে ব্যবহারকারীর মোবাইল বা কম্পিউটারে প্রবেশ বা নিয়ন্ত্রন করা সম্ভব হতে পারে।
এই হ্যাকারগ্রুপ বর্তমানে বট নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীর ব্যাকডোর দিয়ে শুধু তথ্য সংগ্রহ করছে; পরবর্তীতে হামলা চালাতে পারে। সম্মানিত সাইবার স্পেস ব্যবহারকারীরা যেকোনো ধরণের সাইবার ঝুঁকি থেকে মুক্ত থাকতে অনুগ্রহ করে নিম্নোক্ত সতর্কতা অবলম্বন করুনঃ
১) যেকোনো আর্থিক, সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ওয়েবসাইট ব্যবহার করার সময় বা সেখানে তথ্য প্রদানের সময় ওয়েবসাইটটির URL লিংক সঠিক কিনা নিশ্চিত হয়ে নিন।
২) অপরিচিত বা সন্দেহজনক কোনো ইমেইল/ মেসেজ/ এসএমএস এ আসা URL লিংক ক্লিক করা থেকে বিরত থাকুন।
৩) নিশ্চিত না হয়ে কোন এপস্/ফাইল নিজের ডিভাইসে ডাউনলোড/ ইন্সটল করা থেকে বিরত থাকুন।
৪) নিজের প্রোফাইল, প্রতিষ্ঠানের কোন ওয়েবসাইট বা এপ্লিকেশন ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।
৫) ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের এপস্ বা লিংক ব্যবহারের সময় পর্যাপ্ত সতর্ক থাকুন।
সাইবার স্পেস ব্যবহারে সচেতন হোন, সতর্ক থাকুন। আপনি সাইবার স্পেসে হয়রানি বা কোনো অপরাধের শিকার হয়ে থাকলে নিম্নোক্ত যেকোনো মাধ্যমে যোগাযোগ করে পুলিশের সহযোগিতা নিন।
পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন
ফেসবুক : https://www.facebook.com/PCSW.PHQ
ইমেইল: cybersupport.women@police.gov.bd, হটলাইন: 01320000888
সাইবার পুলিশ সেন্টার, সিআইডি
ফেসবুক : https://www.facebook.com/cpccidbdpolice/
ইমেইল : cyber@police.gov.bd, হটলাইন : 01320010148
কাউন্টার টেরোরিজম ইউনিট
ফেসবুক : https://www.facebook.com/cttcdmp/
এই হ্যাকারগ্রুপ বর্তমানে বট নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীর ব্যাকডোর দিয়ে শুধু তথ্য সংগ্রহ করছে; পরবর্তীতে হামলা চালাতে পারে। সম্মানিত সাইবার স্পেস ব্যবহারকারীরা যেকোনো ধরণের সাইবার ঝুঁকি থেকে মুক্ত থাকতে অনুগ্রহ করে নিম্নোক্ত সতর্কতা অবলম্বন করুনঃ
১) যেকোনো আর্থিক, সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ওয়েবসাইট ব্যবহার করার সময় বা সেখানে তথ্য প্রদানের সময় ওয়েবসাইটটির URL লিংক সঠিক কিনা নিশ্চিত হয়ে নিন।
২) অপরিচিত বা সন্দেহজনক কোনো ইমেইল/ মেসেজ/ এসএমএস এ আসা URL লিংক ক্লিক করা থেকে বিরত থাকুন।
৩) নিশ্চিত না হয়ে কোন এপস্/ফাইল নিজের ডিভাইসে ডাউনলোড/ ইন্সটল করা থেকে বিরত থাকুন।
৪) নিজের প্রোফাইল, প্রতিষ্ঠানের কোন ওয়েবসাইট বা এপ্লিকেশন ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।
৫) ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের এপস্ বা লিংক ব্যবহারের সময় পর্যাপ্ত সতর্ক থাকুন।
সাইবার স্পেস ব্যবহারে সচেতন হোন, সতর্ক থাকুন। আপনি সাইবার স্পেসে হয়রানি বা কোনো অপরাধের শিকার হয়ে থাকলে নিম্নোক্ত যেকোনো মাধ্যমে যোগাযোগ করে পুলিশের সহযোগিতা নিন।
পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন
ফেসবুক : https://www.facebook.com/PCSW.PHQ
ইমেইল: cybersupport.women@police.gov.bd, হটলাইন: 01320000888
সাইবার পুলিশ সেন্টার, সিআইডি
ফেসবুক : https://www.facebook.com/cpccidbdpolice/
ইমেইল : cyber@police.gov.bd, হটলাইন : 01320010148
কাউন্টার টেরোরিজম ইউনিট
ফেসবুক : https://www.facebook.com/cttcdmp/
সূত্র: ডিএমপি নিউজ