কেন্দ্রীয় চরিত্রে মঞ্চে নওশাবা
কাজী নওশাবা আহমেদ। সম্প্রতি তিনি একটি মঞ্চ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন। প্রখ্যাত লেখক ও নাট্যকার দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ নাটক অবলম্বনে কমলা কালেক্টিভ মঞ্চস্থ করেছে ‘নীল ছায়া’।
এ নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। সে অভিজ্ঞতা জানিয়ে বলেন, অনেক আগে একটি নাটকের ছোট একটি চরিত্রে মঞ্চে অভিনয় করেছি। কেন্দ্রীয় চরিত্রে এবারই প্রথম অভিনয় করলাম। মাত্র ১৯ দিন সময় পেয়েছিলাম প্রস্তুতির জন্য। আমার মঞ্চে ওঠার সাহস হয়নি। নাটকটির প্রযোজক ও চিত্রনাট্যকার লিসা গাজী, নির্দেশক নায়লা আজাদ নূপুর এবং রিপনের উত্সাহে মঞ্চে দাঁড়িয়ে গেলাম।
এদিকে রাজশাহীতে কিছুদিন আগে টুগেদার উই ক্যান -এর আয়োজনে এ গার্ল উইথ দ্য হোয়াইট পিজন নামে একটি মঞ্চ নাটক পরিচালনা করেন নওশাবা । মিউজিক্যাল পাপেট থিয়েটারের এই নাটকে সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অভিনয় করেছেন । অভিনয়ের পাশাপাশি মঞ্চ নাটকও পরিচালনা করছেন কাজী নওশাবা ।