নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্রের মতো রাজধানী ঢাকায় মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে সরকারপ্রধান একথা বলেন। এসময় তিনি রাষ্ট্রীয় এসব সম্পদ যত্ন সহকারে ব্যবহারের বিষয়েও গুরুত্বারোপ করেন।
সরকারপ্রধান বলেন, ‘দেশের কিছু মানুষের চরিত্রই হচ্ছে প্রত্যেকটা কাজে বাধা দেয়া। শুধু পদ্মা সেতু নয়, মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল।’
‘এগুলো যত্নের সঙ্গে ব্যবহার করতে হবে। মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে। রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে।’
হজরত শাহজালাল বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেয়া হবে৷’