আন্তর্জাতিকলিড নিউজ

ইউক্রেনে ট্যাংক সরবরাহে দ্রুত সিদ্ধান্ত নিন: পশ্চিমাদের জেলেনস্কি

জার্মানির কাছ থেকে লেপার্ড ট্যাংক পেতে মরিয়া হয়ে উঠেছে ইউক্রেন। সম্প্রতি এক জার্মান টিভিকে জেলেনস্কি জানিয়েছেন, ‘আপনাদের যদি লেপার্ড-২ ট্যাংক থাকে, তা হলে সেগুলো আমাদের দিয়ে দিন।’

তবে জার্মানি ইউক্রেনের চাওয়া লেপার্ড ট্যাংক দেবে কিনা তা এখনো জানায়নি।

জার্মানির গড়িমসির সমালোচনা করেন জেলেনস্কি। বলেন, ‘হ্যাঁ, আমাদের এখনো আধুনিক ট্যাংক সরবরাহ পাওয়ার জন্য লড়াই করতে হবে। তবে প্রতিদিন আমরা এটি আরও স্পষ্ট করে বলছি যে, এ ক্ষেত্রে ট্যাংকের কোনো বিকল্প নেই। তাই ট্যাংকের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত।’

যেসব দেশ ইতোমধ্যে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে, তাদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিরক্ষার জন্য প্রতিটি পদক্ষেপ যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে।’

অন্যদিকে পোল্যান্ড ও ফিনল্যান্ড ইঙ্গিত দিয়েছে, তারা ইউক্রেনে জার্মানির তৈরি লেপার্ড ট্যাংক পাঠাতে আগ্রহী। তবে এ ক্ষেত্রে জার্মানির অনুমোদন প্রয়োজন।

ডেলিভারি অনুমোদনের জন্য বার্লিনের ওপর চাপ বাড়লেও দেশটির নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী বরিস টিস্টোরিয়াস শুক্রবার বলেন, ‘লেপার্ড ট্যাংক সরবরাহের ব্যাপারে কখন সিদ্ধান্ত নেওয়া হবে এবং সিদ্ধান্ত কী হবে তা এখনো বলতে পারছি না।’

এমন আরও সংবাদ

Back to top button