রাজনীতিলিড নিউজ

‘আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে’

আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে। ইতোমধ্যে তাদের মরণযাত্রা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার উত্তরার আজমপুর এলাকায় আমিন মার্কেটের সামনে ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সমাবেশ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে। ইতোমধ্যে তাদের মরণযাত্রা শুরু হয়ে গেছে। তারা নির্বাচনে ও আন্দোলনে পরাজিত হবে।’

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপি পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, এটা বিএনপির পদযাত্রা নয়, মরণযাত্রা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন কথার রাজা। মির্জা ফখরুলের কাজ নেই শুধু কথা। আমরা কাজ করছি আর বাধ্য হয়ে তাদের কথার জবাব দিচ্ছি। তারা একতরফা মিথ্যাচার করবে, বিষোদগার করবে এবং যেটা তারা করে আসছে, আমরা চুপচাপ বসে থাকব? আমাদের অবশ্যই জবাব দিতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ডাক দিলেই চলে আসবেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই করছি। রাজপথে আছি, রাজপথে থাকব, রাজপথ আমরা ছাড়ব না আগামী নির্বাচন পর্যন্ত।’

আওয়ামী লীগে সব সময় সাধারণ মানুষের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মানুষের পাশে ছিলাম। এই শীতের কষ্টেও মানুষের পাশে আছি। মানুষের দুঃখে-কষ্টে, দুর্যোগে-ঝড়ে-বন্যায়-জলোচ্ছ্বাসে আমরা মানুষের পাশে ছিলাম, আছি। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের ৭০ বছর মানুষের পাশে আমরা আছি। নির্বাচনে জিতলেও আছি, নির্বাচনে হেরে গেলেও আছি।’

এমন আরও সংবাদ

Back to top button