বিনোদনলিড নিউজ

ববিতার ৪৩ বছর পর কেয়া

আজ থেকে ৪৩ বছর আগে অর্থাৎ ১৯৮০ সালের ২৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ‘কথা দিলাম’ নামে একটি সিনেমা।

এতে অভিনয় করেছিলেন প্রখ্যাত অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। আজ একই নামে একটি সিনেমা মুক্তি পাচ্ছে।

এ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। যদিও ববিতার সিনেমার সঙ্গে নাম ছাড়া অন্য কোনো কিছুরই মিল নেই কেয়া অভিনীত সিনেমাটির।

এদিকে রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘কথা দিলাম’ সিনেমাটির প্রচারণায় গত কয়েকদিন ধরে ব্যস্ত সময় কাটাচ্ছেন কেয়া। তিনি বলেন, ‘সামাজিক গল্পের সিনেমা বলেই আমি এটির প্রচারণার দিকে বেশি নজর দিচ্ছি। এ ধরনের গল্পে এর আগে কাজ করিনি।

গ্রামীণ পরিবেশে একটা অসাধারণ গল্পের সিনেমা এটি। সিনেমার গানগুলো নিয়েও আমি ভীষণ আশাবাদী।’ এদিকে কেয়া অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে রাকিবুল আলম রাকিবের ‘ইয়েস ম্যাডাম’, ‘সীমানা’, আলী আজাদের ‘বনলতা’, ইভান মল্লিকের ‘মোনাফিক’, মেহেদী হাসানের ‘জলজোছনা’ ও সাজ্জাদ খানের ‘কাঠগোলাপ’।

এমন আরও সংবাদ

Back to top button