হাওর বাংলার সোনার মানুষ বইয়ের মোড়ক উন্মোচন
মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে লিখা কবি মুখলেছ উদ্দিন রচিত ও প্রকাশিত বই।
এক্সক্লুসিভ নিউজ: মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হামিদ মহোদয়ের জীবনী মহাকাব্য হাওর বাংলার সোনার মানুষ।বইটি মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্প্রতি হাজী তায়েব উদ্দীন উচ্চ বিদ্যালয়ে করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ আব্দুল হক ও বোন আছিয়া আলম, উপজেলা চেয়ারম্যান, মিঠামইন কিশোরগঞ্জ। আরো উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমির কুমার বৈষ্ণব,হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
মহাকাব্যটি একটি কবিতায় একটি বই ১৭০০শত লাইন ৮০পৃষ্টা যা অসাধারণ। কবিতাটি পুরোটাই জোরা ছন্দে।পাঠকের মধ্যে একটা আলোরন সৃষ্টি করেছে, একটা নজিরবিহীন আকর্ষণীয় নব কায়দায় বইটি বই প্রেমিদের আনন্দ দায়ক ও আকর্ষণীয় । আসুন আজই সংগ্রহ করি বই মেলা ২০২৩ কবির কলম স্টল ১৫৬ নম্বর থেকে।অথবা অনলাইনে রকমারি থেকে সংগ্রহ করুন ও বন্ধু-বান্ধবকে সংগ্রহ করার জন্য উৎসাহিত করুন।



