খেলাধুলালিড নিউজ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শুরু হয়েছে এশিয়া কাপ সুপার ফোরের জমজমাট লড়াই। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যাচের একদিন আগেই স্বাগতিক পাকিস্তান তাদের স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে। স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের পরিবর্তে দলে ঢুকেছেন পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ।

 

অন্যদিকে বাংলাদেশ না চাইলেও দলে একটি পরিবর্তন করতে হয়েছে। ইনজুরির কারণে ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্তর এশিয়া কাপ শেষ হয়ে গেছে। তার জায়গায় দলে ঢুকেছেন লিটন দাস।

২০১৯ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচের আগে অবশ্য পরিসংখ্যান কথা বলছে পাকিস্তানের পক্ষে। ওয়ানডেতে এখনো পর্যন্ত ৩২টি ম্যাচ খেলেছে দু’দল। এর মধ্যে টাইগারদের জয় মাত্র ৫টিতে, বাকি ৩২টিতেই জয়ী হয়েছে পাকিস্তান।

তবে সবশেষ ৫ ম্যাচের হিসেব করলে জয়-পরাজয়ের পরিসংখ্যানে এগিয়ে টাইগাররাই। যেখানে ৪-১ এ এগিয়ে বাংলাদেশ। যার মধ্যে তিনটি জয়ই এসেছে মিরপুরে, অন্যটি আবুধাবিতে ২০১৮ সালে। পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়টি এসেছিল ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে নর্থাম্পটনে।

বাংলাদেশ একাদশ

নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামিম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

পাকিস্তানের একাদশ

ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

এমন আরও সংবাদ

Back to top button