সারা দেশে আজ বরিবার সকাল থেকে মাসব্যাপী টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হচ্ছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের এই টিকা দেওয়া হবে। সরকারের লক্ষ্য ৫ কোটি শিশুকে টিকা দেওয়া।
দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানে এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত শিশুদের কমিউনিটি পর্যায়ে ইপিআই টিকাদানকেন্দ্রে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।
বরিবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজধানীর আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। একই সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে এবং মহাপরিচালক নিজে ধানমন্ডির একটি ইংরেজি মিডিয়াম স্কুলে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
এর আগে গত ১০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান সংবাদ সম্মেলনে টিকা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘Vaxepi.gov.bd ওয়েবসাইটে জন্ম নিবন্ধন তথ্য দিয়ে টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। যাদের জন্ম নিবন্ধন সনদ নেই, তাদের তালিকা প্রস্তুত করে বিশেষ ব্যবস্থাপনায় টিকা প্রাপ্তি নিশ্চিত করা হবে।’
তিনি বলেন, ‘টিকা গ্রহণের পর অন্যান্য টিকার মতোই সামান্য প্রতিক্রিয়া যেমন, টিকাদানের স্থান লালচে হওয়া, সামান্য ব্যথা, মৃদু জ্বর, ক্লান্তি ভাব হতে পারে। যা এমনিতেই ভালো হয়ে যায়। কিছু ক্ষেত্রে টিকা গ্রহণের সময় দেখা যায়, অনেকে অসুস্থতা বোধ করছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’