বাসেত সর্দার এর পথ সভায় জনতার ঢল
এক্সক্লুসিভ নিউজ,পটুয়াখালী: আগামী ৫ জুন পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন,এর মধ্য সবুজ ছায়া গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক,মোঃ বাসেত সরদার মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন,রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে অন্য একজন প্রার্থী রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাঙ্গাবালী সদর ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ মামুন খান,ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন,রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে জানা যায়, মামুন খানের লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ বাসেত সরদার এর কর্মী সমর্থকদের উপর বিভিন্ন জায়গায় হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে,এবং বাসেত সরদার কে রাঙ্গাবালী সদরে নির্বাচনী প্রচার-প্রচারণা করতে বাধা প্রদান হুমকি ধামকি এবং হামলা করে,গতকাল ২৩ মে,মোঃ বাসেত সরদার রাঙ্গাবালী সদর এর বাহেরচর বাজারে তার কর্মী সমর্থকদের নিয়ে প্রবেশ করে এবং পথসভা শুরু করে পথসভার একপর্যায়ে পথসভা স্থানে জনগণের ঢল নামে,পথসভাটি জনসভায় রূপান্তরিত হয়, তখন রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়, পথসভায় মোঃ বাসেত সরদার অভিযোগ করেন তার পথসভায় আসার পথে প্রতিদ্বন্দী প্রার্থী মামুন খানের লোকজন আমার কর্মী সমর্থকের উপর বিভিন্ন জায়গায় হামলা এবং মারধর করে। আমরা হামলায় আহত একজনের সাথে কথা বলে জানতে পারি অটোরিক্সা যোগে বাসেত সরদারের পথসভায় আসার পথে মামুন খানের লোকজন তাহাদের গাড়ি আটকে রেখে মারধর করে।