দেশজুড়েলিড নিউজ

যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোদন হাওলাদার ও সবুজ হালাদার। তারা সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বড়ইতলা মেঘা গ্রামের কার্তিক হাওলাদারের ছেলে।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোদন ও সবুজ ডিঙি নৌকায় মাছ শিকার করছিল। হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়। তারা পেশায় মৎস্যজীবী। লাশ উদ্ধার করে পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।

এমন আরও সংবাদ

Back to top button