বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোদন হাওলাদার ও সবুজ হালাদার। তারা সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বড়ইতলা মেঘা গ্রামের কার্তিক হাওলাদারের ছেলে।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোদন ও সবুজ ডিঙি নৌকায় মাছ শিকার করছিল। হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়। তারা পেশায় মৎস্যজীবী। লাশ উদ্ধার করে পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।