বিনোদনলিড নিউজ

প্রকাশ হলো সঞ্চিতা রাখির ‘প্রাণের মানুষ’

প্রকাশ হলো সঞ্চিতা রাখির ‘প্রাণের মানুষ’

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রতি জি সিরিজ থেকে প্রকাশ হয়েছে সংগীতশিল্পী সঞ্চিতা রাখির গাওয়া রবীন্দ্রসংগীত ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’।

সংগীতায়োজন করেছেন পার্থ পাল। সঞ্চিতা রাখি জানান, এ গানটির ভিডিও ধারণ ও চিত্রায়ন করা হয়েছে ঢাকায়।

এ গান প্রসঙ্গে তিনি বলেন, ‘রবীন্দ্রসংগীতে আমি যে শিক্ষা পেয়েছি গানের মাধ্যমে তার রেশ ছড়িয়ে দিতে চাই শ্রোতাদের মাঝে। রবীন্দ্রসংগীতকে কেন্দ্র করেই ভবিষ্যত সংগীত জীবনকে আরও সমৃদ্ধ করতে চাই।’

উল্লেখ্য, সঞ্চিতা রাখি রেডিও, টেলিভিশন ও মঞ্চে নিয়মিত সংগীত পরিবেশন করেন। এছাড়া বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে শ্রোতাদের কাছে নিয়মিত থাকতে নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে নিয়মিতভাবে রবীন্দ্রসংগীত নতুনরূপে চিত্রায়িত করে প্রকাশ করেন। এ পর্যন্ত তার ইউটিউব চ্যানেল প্রায় অর্ধ শতাধিক গান প্রকাশ হয়েছে। পাশাপাশি তিনি ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানিডেল স্কুলে শিক্ষকতা করছেন।

এমন আরও সংবাদ

Back to top button