দেশজুড়েলিড নিউজ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২২, চিকুনগুনিয়ায় ১১

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২২, চিকুনগুনিয়ায় ১১চট্টগ্রামে একদিনের ব্যবধানে আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদেরকে নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৮৮ জনে। আক্রান্তদের মধ্যে ১২ জন পুরুষ, ৭ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত (চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত) ১৮৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে মহানগরের ৯৮৩ জন ও বিভিন্ন উপজেলার ৯০৫ জন রয়েছেন। এর মধ্যে ১০০২ জন পুরুষ, ৫৭১ জন নারী ও ৩১৫ জন শিশু রয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০ জন পুরুষ, পাঁচজন নারী ও দুইজন শিশু রয়েছেন।

এদিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রামে একদিনের ব্যবধানে নতুন করে আরও ১১ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। জেলায় এখন পর্যন্ত (চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত) এই রোগে মোট ৩১৮৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১৬৯৪ জনপুরুষ, ১২৬৯ জন নারী ও ২২৫ জন শিশু রয়েছে।

এমন আরও সংবাদ

Back to top button